বাংলাদেশে উপেক্ষিত, অস্ট্রেলিয়ায় ডাক পেলেন আরহাম


বাংলাদেশে উপেক্ষিত, অস্ট্রেলিয়ায় ডাক পেলেন আরহাম

বাংলাদেশের বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছিলেন ইতিহাস গড়ে- তবু পরবর্তী দলে আর জায়গা হলো না। অবশেষে সেই আরহাম ইসলামই এবার জায়গা পেলেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ দলে।

অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে লাল-সবুজ জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু সেই টুর্নামেন্টের পর তাকে আর বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি।

বাংলাদেশের নজর এড়িয়ে যাওয়া ১৭ বছর বয়সী এই ফুটবলারকে এবার ডেকেছে অস্ট্রেলিয়া। আগামী ডিসেম্বরে জাপানে বসতে যাওয়া এসবিএস কাপে অংশ নিতে ঘোষিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

টুর্নামেন্টে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২০ ডিসেম্বর লড়বে আয়োজক দেশ জাপানের শিজুওকা প্রিফেকচারের দলের বিপক্ষে। ২১ ডিসেম্বর জাপানের বিরুদ্ধেই তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরহাম বর্তমানে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলছেন। কম্বোডিয়ায় চমৎকার পারফরম্যান্সের পরও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্প কিংবা টুর্নামেন্টেই ডাক পাননি তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভও প্রকাশ পেয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×