বন্যার্তদের একদিনের বেতন দিলেন ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষকরা


বন্যার্তদের একদিনের বেতন দিলেন ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষকরা

দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) শিক্ষকরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বন্যার্তদের সহযোগিতায় বিডিইউ শিক্ষক সমিতির সকল শিক্ষকের একদিনের সমপরিমাণ বেতন অনুদান হিসেবে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পাশাপাশি সকল সচেতন নাগরিককে বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে বন্যার্তদের সাহায্যে কার্যকরভাবে এগিয়ে আসার অনুরোধও করছে শিক্ষক সমিতি।

 
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে চার জেলায় সর্বশেষ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×