জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল, সম্পাদক জান্নাতী


জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল, সম্পাদক জান্নাতী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মোছা. জান্নাতী বেগম নির্বাচিত হয়েছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মোমিন ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখলাকুল হাসান অনিক।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মো. ইরফান আজিজ। সহকারী নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম জনি এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি। 

নির্বাচন শেষে নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ফাহাদ বিন সাঈদ এবং সাবেক সাধারণ সম্পাদক আসলাম বেগ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×