ঢাবির বিজয় একাত্তর হলে অগ্নিকান্ড


ঢাবির বিজয় একাত্তর হলে অগ্নিকান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশনে আগুন লেগেছে। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যমুনা ভবনের পেছনের অংশে আগুনের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিজয় একাত্তর হল থেকে আগুন লাগার খবর আমরা পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ইউনিটগুলো আগুন লাগার স্থানটির খুব কাছে অবস্থান করছে।”

তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×