৩০০ আসনে প্রার্থী দেবে সুন্নি জোট: তাহেরী


৩০০ আসনে প্রার্থী দেবে সুন্নি জোট: তাহেরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট দেশের সবকটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। তিনি বলেন, দেশে ‘মব ভাইরাসের’ তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, আর শান্তি প্রতিষ্ঠার জন্য এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।

তাহেরী বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আমাদের অনুভূতি ও শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে রাজনৈতিক ময়দানে উপস্থিত হয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না এবং সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।”

তাহেরী শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে শান্তি চাইলে সুন্নি জোটকে বিজয়ী করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আহলে সুন্নাত ওয়াল জামাতসহ বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে সবাইকে এক হতে হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×