কুমিল্লা বিভাগ গঠনের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন


কুমিল্লা বিভাগ গঠনের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন

কুমিল্লা বিভাগ গঠনের দাবিতে আয়োজিত সমাবেশে ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, “কুমিল্লা সবসময়ই উন্নয়নবঞ্চনার শিকার। যে ন্যায্য দাবি নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, তার প্রতি আমি ঐক্যের ডাক দিচ্ছি- এটা কুমিল্লার ইজ্জতের প্রশ্ন।”

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, কুমিল্লা এখনও অত্যাবশ্যক অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত। ঢাকাকে কুমিল্লার সঙ্গে যুক্ত করা মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট হলেও ১৯৮৮ সালের বন্যার পর শুরু হওয়া পুনর্গঠন পরিকল্পনা বছরের পর বছর পিছিয়েছে। ফ্লাইওভার, আন্ডারপাস, সার্ভিস লেন- কিছুই হয়নি। 

দুই পৌরসভা একীভূত হওয়ার পরও নতুন কোনো অবকাঠামো বা প্রশাসনিক সক্ষমতা গড়ে ওঠেনি উল্লেখ করে মনিরুল হক বলেন, এই ঘাটতি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দুর্বল করে দিয়েছে।

নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা বিভাগ গঠনের প্রসঙ্গে তিনি বলেন, “কেউ রাজি না হলে আলাদা পথ খুঁজতে হবে। নোয়াখালীর নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করব। প্রয়োজন হলে আপনাদের নিয়েই সিদ্ধান্ত নেবো।”

আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে তিনি ঘোষণা দেন, “রাজপথে আপনাদের সঙ্গে থাকব। আন্দোলনকে সংগঠিত করতে আপনারা আমাকে সময় দিন। কুমিল্লার ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”

সিজেএফডি সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ ইকবাল হোসেন মজুমদার, বৃহত্তর কুমিল্লা বনশ্রী-আফতাবনগর সমিতির সভাপতি এনামুল হক বাবলু, নাঙ্গলকোট উন্নয়ন ঐক্য ফোরামের সভাপতি মাইনুল হক বাবলু, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামসহ আরও অনেকে।

সাংবাদিক নেতা হিসেবে বক্তব্য দেন সিজেএফডির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও ডিইউজে যুগ্ম-সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-সভাপতি এম এস দোহা, ডিইউজের অর্থ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, ডিআরইউর সাবেক যুগ্ম-সম্পাদক মঈনুল আহসানসহ সিজেএফডির বিভিন্ন দায়িত্বশীল সদস্য।

এ ছাড়া সমাবেশে অংশ নেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সদস্য, পেশাজীবী, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×