রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৫৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
রাজধানীতে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, “যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়, রাজউকে কোনোভাবেই অর্থের বিনিময়ে অনুমোদন দেওয়া হয় না।”
তিনি আরও জানান, “বাড়িওয়ালা নিজের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে প্ল্যান তৈরি করে জমা দেন, শর্ত হিসেবে রাজউকের নিয়ম অনুসরণ করতে হবে। পরবর্তীতে যদি তারা নিয়ম না মানে এবং জরিমানা বা শাস্তি প্রযোজ্য হয়, সেই দায়ভার বাড়িওয়ালাদেরই। রাজউকের দায় নয়।”