ভূমিকম্প বিশেষজ্ঞদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
সম্প্রতি ধারাবাহিক ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কের প্রেক্ষাপটে ভূমিকম্প প্রস্তুতি, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়েছে বলে জানান দপ্তরের কর্মকর্তারা।
গত শুক্রবার ও শনিবার দুই দিনে চার দফা ভূমিকম্পে দেশজুড়ে উদ্বেগ দেখা দেয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে শুক্রবার সকালে। এতে তিন জেলায় অন্তত ১০ জনের প্রাণহানি এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রাজধানীর অসংখ্য ভবনে ফাটল দেখা যায়, কিছু ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।
রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল নরসিংদীর মাধবদী, ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।