বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’


বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি পায়রা চত্বরে আয়োজন করা হয় ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ সাংস্কৃতিক কর্মসূচিতে শিক্ষার্থীরা সংগীত পরিবেশনের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত বলেন, “বাংলার লোকসংস্কৃতি, মানবতাবাদ ও সাম্যের প্রতীক বাউল দর্শন। ধর্ম-বর্ণ-গোত্রের ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের অন্তর্দর্শন ও সাম্যের যে শিক্ষা বাউল সাধকরা দিয়ে আসছেন, তা আমাদের সমাজকে আরও সহনশীল ও সমবায়ী করে তুলেছে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলাগুলো শুধুই শিল্পীদের ওপর আক্রমণ নয়; এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বিরুদ্ধে স্পষ্ট আঘাত।

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, “গণতান্ত্রিক সমাজে শিল্প-সংস্কৃতির ওপর আক্রমণ কাম্য নয়। আমরা বাংলাদেশে সব নাগরিকের সমান মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় অসহিষ্ণুতা নয়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধই একটি স্থিতিশীল ও অগ্রসর রাষ্ট্রের ভিত্তি।”

সূর্যসেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু বলেন, “বাউল দর্শন কেবল একটি শিল্পধারা নয়; এটি মুক্তচিন্তা, সাম্য ও মানবতার পথ। এই পথ রক্ষায় রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক অঙ্গন সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।”

আয়োজকরা অনুষ্ঠানে চার দফা দাবি উপস্থাপন করেন- 
১. বাউল শিল্পীদের ওপর হামলার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত,
২. দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা,
৩. বাউলসহ সব সাংস্কৃতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, এবং
৪. ঘৃণা, উসকানি ও সহিংসতার বিরুদ্ধে সামাজিকভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×