ঘন ঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা


ঘন ঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ মনে করিয়ে দিয়েছেন, ঘন ঘন ভূমিকম্প কেবল ভূতাত্ত্বিক নড়াচড়ার ফল নয়, বরং এটি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। তিনি সতর্ক করেছেন, ঝুঁকির বিপরীতে রাষ্ট্রের প্রস্তুতি অত্যন্ত অপ্রতুল।

সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “বড় কোনো বিপদ আসন্ন থাকতে পারে, যা আমরা এখনও জানি না। এমন সময়ে শুধুমাত্র তাওবা করা যথেষ্ট নয়, বাস্তবিক প্রস্তুতিও গ্রহণ করা অত্যন্ত জরুরি।”

তিনি উল্লেখ করেছেন, আমরা এমন এক ভৌগোলিক এলাকায় বসবাস করি যেখানে জনঘনত্ব ও অপরিকল্পিত নগরায়ণ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ঢাকায় যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এক লক্ষের বেশি ভবন ধসে যেতে পারে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “দুঃখজনকভাবে, এমন ভয়াবহ ঝুঁকির বিপরীতে রাষ্ট্রীয় প্রস্তুতি একেবারেই অপ্রতুল। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীর সংখ্যা নগণ্য, ভারী যন্ত্রপাতি অপর্যাপ্ত, এবং অগ্নিনির্বাপক বাহিনী সীমিত সক্ষমতার। তবু বিভিন্ন মেগা প্রকল্প, রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন ও শোভাযাত্রায় বিপুল অর্থ ব্যয় হয়।”

তিনি জোর দিয়ে বলেছেন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ব্যয় করা হলে তা বর্তমান ও ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারত। তবে শুধু রাষ্ট্রীয় ব্যর্থতাকেই দায়ী করা যথেষ্ট নয়। যারা বাড়ি নির্মাণ করেন, তারা নিয়ম ও প্রকৌশলীর পরামর্শ উপেক্ষা করে নিজেদের প্রিয়জনদের মৃত্যুফাঁদ তৈরিতে অবদান রাখছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “রাষ্ট্রের উচিত এখনই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা। উদ্ধারকাজ, চিকিৎসা, আশ্রয়, খাদ্য ও পানীয়, ট্রাফিক নিয়ন্ত্রণ, যোগাযোগ সবকিছু নিয়ে একটি সুস্পষ্ট জাতীয় রোডম্যাপ তৈরি করা জরুরি। পাশাপাশি পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণ ও খোলা জায়গা সংরক্ষণ করতে হবে।”

তিনি সতর্ক করেছেন, প্রস্তুতি শুধু ভৌত অবকাঠামোর জন্যই সীমাবদ্ধ রাখা যাবে না। “জাগতিক প্রস্তুতির পাশাপাশি আধ্যাত্মিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত ছাড়া কোনো প্রযুক্তি বা পরিকল্পনা নিরাপত্তা দিতে পারবে না। প্রতিটি দুর্যোগ আমাদের জন্য সতর্কবার্তা। আমাদের সমাজের দুর্নীতি, জুলুম ও নৈতিক অবক্ষয় থেকে গণতাওবা করা প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×