শেওড়াপাড়া মেট্রোরেল থেকে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৪৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ একজন বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের আটক করে এমআরটি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মাহাবুল হাওলাদার ও তার মেয়ে মোছাম্মৎ সুমি। এমআরটি পুলিশ জানিয়েছে, এর আগে তারা দু’বার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছিল।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, “সম্প্রতি প্রতিটি মেট্রো স্টেশনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। চেকিং চলাকালীন শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক এক পুরুষ ও মহিলার বড় ব্যাগ তল্লাশি করা হলে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।”
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, “বড় ব্যাগ বা সন্দেহজনক ব্যক্তিকে চেক করা হচ্ছে। বাবা-মেয়েকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুনও বলেন, “দুই মাদক কারবারিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”