কারওয়ান বাজারে রিকশা থেকে ককটেল উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:০৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের সামনে পুলিশের নিরাপত্তা অভিযান চলাকালীন একটি রিক্সা থেকে ককটেল উদ্ধার করা হয়। পুলিশ পরে বোমা ডিস্পোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠিয়ে ককটেলটি নিষ্ক্রিয় করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টায় ককটেলটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাংলাভিশনের সামনে একটি রিকশায় ককটেলটি রাখা ছিল। পরে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার কাছে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ডিসপোজাল টিমকে খবর দিলে, টিমটি পৌঁছে পান্থকুঞ্জ পার্কের ভিতরে দেড়টার সময় ককটেলটি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “এ বিষয়টি আমার কাছে সরাসরি জানা নেই। ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।”