রাজধানীর সবুজবাগে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


রাজধানীর সবুজবাগে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে একটি টিনশেড বাড়ি থেকে মো. ইপু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে দক্ষিণগাঁও ৬ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত ইপুর বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। রবিউল ইসলামের ছেলে ইপু পেশায় ছিলেন গাড়িচালক। তিনি স্ত্রীসহ দক্ষিণগাঁওয়ের ওই টিনশেড বাড়িতেই বসবাস করতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জালাল জানান, খবর পেয়ে তারা ভোর ৪টার দিকে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ইপুর মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেকে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ধূমপান করার বিষয় কেন্দ্র করে সোমবার রাতের দিকে ইপুর সঙ্গে তার স্ত্রী কুলসুমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেন।

এরপর দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে নিজের শীতের চাদর ব্যবহার করে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×