নিরাপদে চিড়িয়াখানার খাঁচায় ফেরানো হলো সিংহটিকে


নিরাপদে চিড়িয়াখানার খাঁচায় ফেরানো হলো সিংহটিকে

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে আবার নিরাপদভাবে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। সিংহটির নাম ডেইজি।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে চেতনানাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করা হলে তাকে ধরে ফের খাঁচায় রাখা হয়। পরিচালক আশ্বাস দেন, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সিংহটি কীভাবে বেরিয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত খাঁচার দরজায় তালা ছিল না। কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। তাই দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।”

এ ঘটনায় রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান রফিকুল ইসলাম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×