পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা


পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় যশোরের বেনাপোলে এ ঘটনা ঘটে। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখেন সুমন। এরমধ্যে বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে বলেন সুমন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মশিয়ার গংদের বাড়ি গিয়ে টাকা ফেরতের তাগিদ দেন তিনি। একপর্যায়ে কথা কাটাকাটি শেষে সুমন চলে যান এবং গ্রামের দোকানদার আনিছুরের দোকানে এসে বসেন।

কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সঙ্গে থাকা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। এরপর মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে মারা যান সুমন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এখনো কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সঙ্গে থাকা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। এরপর মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে মারা যান সুমন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এখনো কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×