রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত অন্তত ৮


রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত অন্তত ৮

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জেলা শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা জানায়, স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে আহত তৌহিদুল ইসলাম (২৩), আবরার বিন আমিন (২৩), মো. আজাদ (২৩), অর্জুন মণ্ডল তরুণ (২৪), ইভান আদনান, দুর্জয় সরকারের জানা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মো. রাকিব নামে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। থানার কাছাকাছি এ ঘটনায় পুলিশ আহতদের উদ্ধার করে। পরে রাতেই রাঙামাটি কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। 

এদিকে, হামলায় জড়িত ও হামলায় আহত দুপক্ষই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। রাত দেড়টা পর্যন্ত রাঙামাটি কোতোয়ালি থানায় এনিয়ে দু'পক্ষের লোকজনদের নিয়ে আলোচনা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

রাঙামাটি কোতোয়ালি থানায় ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এই ঘটনা নিয়ে তারা থানায় আসেন। রাতে জেলা বিএনপির সেক্রেটারিও আসেন। আমি এজাহার দিতে বলেছি, আইনগত প্রক্রিয়া আগানোর জন্য। তারা নিজেদের মধ্যে সমাধান করবে থানা বের হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×