রাজধানীর সবুজবাগে দূর্বৃত্তের গুলিতে নিরাপত্তা কর্মী আহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৩৫ এম, ১১ আগস্ট ২০২৫
রাজধানীর সবুজবাগের নুনেরটেক বাইকদিয়া এলাকায় এক নিরাপত্তা কর্মী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় গুলিবিদ্ধ হন মনির হোসেন নামের ওই ব্যক্তি।
আহতের পরিবার জানিয়েছে, আহত অবস্থায় প্রথমে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, "আহত অবস্থায় রাতে মনির হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা শেষে স্বজনরা তাকে বাসায় নিয়ে গেছেন। ঘটনাটি সবুজবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।"
আহত মনির হোসেন নিজে জানিয়েছেন, তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। পরিবার নিয়ে তিনি রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বড়বাড়ি জামতলা এলাকায় থাকেন এবং একটি বাসার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। পাশাপাশি অটোরিকশার একটি ছোট ব্যবসাও পরিচালনা করেন।
তিনি বলেন, রোববার বিকেলে ৬-৭ জন বন্ধু মিলে নুনেরটেক বাইকদিয়ায় একটি জলাশয়ে গোসল করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিন-চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। "একটি গুলি এসে আমার কোমরে লাগে," বলেন মনির। তার মতে, হামলাকারীদের উদ্দেশ্য ছিল অন্য কাউকে টার্গেট করা, তবে গুলিটি এসে তার গায়ে লাগে।
মনিরের ছেলে মো. অনেক জানান, "রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন।"