৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে: খাদ্য উপদেষ্টা


৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে: খাদ্য উপদেষ্টা

দেশে বর্তমানে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে মানসম্মত চাল সুলভ মূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তার মতে, বাজারে যে চাল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটি ওএমএসে পাওয়া যাচ্ছে ৩০ টাকায়, আর খাদ্যবান্ধব কর্মসূচিতে মিলছে মাত্র ১৫ টাকায়।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খারাপ মানের জিনিস দেওয়া হয় না। এক সময় রেশনের চাল রান্না করলে গন্ধ বের হতো, আগে চালের মধ্যে নানা ধরনের ওষুধ মেশানো হতো, এখন সেসব নেই।”

তিনি জানান, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। পূর্বে এই কর্মসূচির আওতায় পাঁচ মাসে ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হতো, এবার তা বাড়িয়ে ৫৫ লাখ পরিবার ও ছয় মাস করা হয়েছে। আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে চাল বিতরণ হবে, তবে ডিসেম্বর-জানুয়ারিতে আমন মৌসুম থাকায় বিরতি থাকবে। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যক্রম সফল করতে সচেষ্ট আছেন।

আলী ইমাম মজুমদার আরও জানান, বর্তমানে দেশের খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন, যার মধ্যে ২০ লাখ মেট্রিক টনের বেশি চাল। আমন মৌসুম ভালো হলে আমদানির প্রয়োজন হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভূমি খাতের প্রযুক্তিগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নামজারি ও খতিয়ান ডিজিটালভাবে করা যাচ্ছে। মাঝে মাঝে মেশিন বা ওয়েবসাইটের ত্রুটি দেখা দিলেও তা বড় সমস্যা নয়, বরং প্রযুক্তি ক্রমেই উন্নত হচ্ছে। প্রযুক্তিনির্ভর জরিপ, খতিয়ান ও খাজনা ব্যবস্থার মাধ্যমে ভূমি-সংক্রান্ত বিরোধ কমবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ মেরামতের কাজ চলছে এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। হতদরিদ্ররা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসবেন।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×