প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে অনন্য কীর্তি তাইজুলের


প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে অনন্য কীর্তি তাইজুলের

মিরপুরে শান্ত সকাল ভেঙে তৈরি হলো নতুন ইতিহাস। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছুঁলেন এমন এক মাইলফলক, যা আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার পারেননি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি টেস্টে ২৫০ উইকেটের ক্লাবে নাম লেখালেন।

এই সাফল্যের মধ্য দিয়ে তাইজুল শুধু নিজের ঝুলিই ভারী করলেন না, টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবেও সাকিব আল হাসানকে টপকে গেলেন। তাইজুলের এই অর্জনে উচ্ছ্বসিত সাকিব তাকে অভিনন্দন জানাতে গিয়ে লিখেছেন, “অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনের শুরুতেই ধরা দেয় প্রতীক্ষিত মুহূর্তটি। আগের দিন ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলা শুরু করা আয়ারল্যান্ড বড় কোনো বিপদে না পড়লেও তাইজুলের নিখুঁত লাইন-লেন্থ টিকতে দেননি আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে। এলবিডব্লিউ হয়ে তার বিদায়ের সঙ্গেই তাইজুলের নাম উঠে যায় ২৫০ উইকেটের পাশে।

এই ম্যাচ শুরুর আগে তাইজুলের সংগ্রহ ছিল ২৪২ উইকেট। সাকিব আল হাসানের ২৪৬ উইকেট ছোঁয়ার জন্য তার দরকার ছিল মাত্র চারটি শিকার, যা তিনি প্রথম ইনিংসেই পেয়ে যান। এরপর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে এলবিডব্লিউ করে তৈরি করেন নতুন জাতীয় রেকর্ড।

প্রায় এক যুগ ধরে বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর খেতাব ধরে রেখেছিলেন সাকিব। ২০১৩ সালের নভেম্বরে তিনি মোহাম্মদ রফিককে টপকে সেই আসনে বসেছিলেন। এবার তা ছেড়ে দিতে হলেও সহযোদ্ধার সাফল্যে উচ্ছ্বসিত সাকিবের কথায় ফুটে ওঠে ভবিষ্যতের প্রত্যাশার রেশ।

বর্তমান দলে কেউই এখনও ২০০ উইকেট ছুঁতে না পারায় বিশ্লেষকেরা মনে করছেন, দীর্ঘ সময় তাইজুলই থাকবে দেশের শীর্ষে। সাকিবের ৪০০ উইকেটের ভবিষ্যদ্বাণী যেন তাইজুলের সম্ভাবনাময় পথচলারই প্রতিচ্ছবি। দেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করে তরুণ স্পিনারদের জন্য অনুপ্রেরণার বাতি জ্বালালেন এই বামহাতি জাদুকর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×