দীর্ঘদিন পলাতক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার


দীর্ঘদিন পলাতক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সেলিমসহ মোট আটজনকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আমিনুর রহমান সেলিম মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আলতাফ মাস্টারের ছেলে। তিনি মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী এবং আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

ওসি এস এম আমান উল্লাহ বলেন, “১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলারও সংশ্লিষ্টতা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×