ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, মা-মেয়ে নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:১১ এম, ০৩ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাসুদা আক্তার (৫০) ও তাঁর মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৮)। আহত হয়েছেন মাসুদার স্বামী বদিউল আলম ও নাতি সাফওয়ান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া ট্রেনটির নাম মহানগর এক্সপ্রেস।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় সানজিদার নানাশ্বশুরের মৃত্যুসংবাদে মরদেহ দেখতে যাচ্ছিলেন পরিবারের চারজন। ফেরার পথে অটোরিকশাটি রেললাইনে আটকে পড়ে। ট্রেন আসার আগে বদিউল আলম ও তাঁর ছেলে অটোরিকশা সরানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে ট্রেন এসে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন মাসুদা ও তাঁর মেয়ে সানজিদা।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর প্রায় ৪০–৫০ ফুট দূরে রেললাইনের দুই পাশে মরদেহ পড়ে থাকতে দেখা যায়—পশ্চিম পাশে মা এবং পূর্ব পাশে মেয়ে। মাঝখানে আহত অবস্থায় ছিলেন বদিউল আলম ও তাঁর নাতি। বর্তমানে তারা চিকিৎসাধীন।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।”