নাটোরে কৃষকের জালে ধরা পড়লো ‘খাটাশ’


নাটোরে কৃষকের জালে ধরা পড়লো ‘খাটাশ’

নাটোরের নলডাঙ্গায় এক কৃষকের ধানখেতে জালে আটকা পড়ে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল, যা স্থানীয়ভাবে খাটাশ নামেও পরিচিত। পরে পরিবেশকর্মীদের সহায়তায় প্রাণীটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, দুপুরের দিকে উপজেলার পিপরুল আখ সেন্টার এলাকার একটি ধানক্ষেতে কৃষক গাহারুল প্রামানিকের জমিতে পাতা জালে প্রাণীটি আটকে যায়। স্থানীয়রা সেটিকে উদ্ধার করে বাজারে নিয়ে আসেন এবং পরিবেশকর্মীদের খবর দেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, ‘কৃষক গাহারুল প্রামানিকের জমিতে দেওয়া জালে আটকা পড়ে এই গন্ধগোকুল প্রাণীটি। পরে স্থানীয়দের সহযোগিতায় জালসহ প্রাণীটিকে বাজারে নিয়ে আসা হয় ও পরিবেশকর্মীদের খবর দেওয়া হয়।’

তিনি আরও জানান, ‘পরিবেশবাদী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুল প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণীর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করে বিলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×