টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক, ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার


টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক, ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ভোরে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা, বাকি দুজন মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার ধুমপ্রাংবিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটকদের মধ্যে স্থানীয় ব্যক্তি হলেন নতুন পল্লানপাড়ার আব্দুর রজ্জাক। অপর দুইজন মিয়ানমারের মংডুর নেমেচ এলাকার বাসিন্দা নুর কবির ও এরশাদ।

টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ফরেনার অ্যাক্টে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×