আড়াইহাজারে আ. লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫


আড়াইহাজারে আ. লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়। লকডাউন কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার ভোরে কয়েক দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার রাতে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে দুই দলের স্থানীয় কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলমের অনুসারীরা এবং ইউনিয়ন বিএনপির নেতা জাকারিয়া মিয়া ও উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলায় আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪)সহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আছমা, গিয়াসউদ্দিন ও হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের দাবি, হাবিবুল্লাহর অবস্থা গুরুতর। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় কাকাইলমোড়া এলাকার রতন মোল্লার মুদি দোকানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×