তেঁতুলিয়ায় তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২২ এম, ১৪ নভেম্বর ২০২৫
হিমালয়ের পাদদেশে অবস্থানকারী উত্তর সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নামতে শুরু করেছে শীতের তাপমাত্রা। কয়েকদিন ধরে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করা আবহাওয়ায় জেঁকে বসেছে শীতের আমেজ।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। তথ্যটি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
সরেজমিনে দেখা গেছে, উত্তর দিক থেকে নেমে আসা হিমেল বাতাসের প্রভাবে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বাড়ছে ঠান্ডার তীব্রতা। যদিও কয়েকদিন ধরে ভোরের কুয়াশা পেরিয়ে সূর্যের দেখা মিলছে, আর দিনের আলো একটু বাড়লেই জমে উঠছে উষ্ণ রোদ। এতে জনজীবনে স্বস্তি ফিরেছে; শ্রমজীবী মানুষরাও সকাল থেকেই কাজে বের হচ্ছেন।
তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি-কাশি, জ্বরসহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব উপসর্গে আক্রান্ত অনেকে জেলা ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “শুক্রবার ভোর ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। হিম বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।”