গাজীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা


গাজীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যস্ত সন্ধ্যায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক তৈরি হয়। গাজীপুরের হারিকেন এলাকায় শনিবার ১৫ নভেম্বর রাত পৌনে আটটার দিকে আজমিরী গ্লোরী পরিবহনের ঢাকাগামী ওই বাসটি আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে যায়, তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান যাত্রীরা।

আগুন লাগার সময় বাসটিতে ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। আগুনের লেলিহান শিখা দেখা মাত্র সবাই দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। ফলে কেউ আহত হননি। অগ্নিকাণ্ডে বাসের প্রায় ৮০ শতাংশ অংশ ভস্মীভূত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ বলেন, "আমরা বাসের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নামতে পেরেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।"

স্থানীয়দের ভাষ্যমতে, এলাকা দিয়ে নিয়মিত প্রচুর যানবাহন চলাচল করে। হঠাৎ আগুনের ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোয় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন ধরে থাকতে পারে। তিনি জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার পথে ছিল এবং হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে। তিনি আরও বলেন, এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হয়েছে এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×