মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার, পদ হারালেন ছাত্রদল নেতা


মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার, পদ হারালেন ছাত্রদল নেতা

দলের মহাসচিবের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ নিজের ফেসবুকে শেয়ার—আর সেই কারণেই পদ হারাতে হলো ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১১ সেকেন্ডের ভাইরাল ভিডিও পোস্ট করাকে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ হিসেবে উল্লেখ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ রোববার (১৬ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করে।

বহিষ্কৃত নেতা খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২) ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা খাইরুল সম্প্রতি ২৫ অক্টোবর বৃহত্তর ফরিদপুরে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করায় আলোচনায় আসেন।

খাইরুলকে বহিষ্কারের বিষয়ে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেন। এছাড়া বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের খাইরুল ইসলামের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনা প্রসঙ্গে খাইরুল ইসলাম বলেন, “আমাদের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দিয়েছেন। আমি রোববার (১৬ নভেম্বর) দুপুরে ওই ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এটাই আমার অপরাধ। রাজনীতিতে সহনশীলতা ও পরম সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। ওই ব্যক্তি বা কর্মীও তো আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাদের প্রতি সহনশীল থাকা আমাদের জন্য জরুরি।”

উল্লেখ্য, ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক জনাকীর্ণ ভবনের ভেতর দিয়ে হাঁটছিলেন মির্জা ফখরুল; তিনি তখন কালো পাঞ্জাবি পরিহিত ছিলেন। এ সময় একজন ব্যক্তি এগিয়ে এসে “আমাকে চিনছেন নাকি?”—জিজ্ঞেস করলে মহাসচিব তাকে তিরস্কার করে ধমক দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×