মুন্সিগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই প্রত্যাহার


মুন্সিগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই প্রত্যাহার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী মিছিল বের করেন। প্রায় ২০ মিনিট ধরে ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়। মিছিল চলার সময় সেখানে পুলিশের একটি টহল গাড়িও দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “মিছিল চলাকালে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। পুলিশ কর্মকর্তা কিছু বুঝে ওঠার আগেই মিছিলের লোকজন পালিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনাটির পর এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×