জামালপুরে কারখানায় গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক ৫


জামালপুরে কারখানায় গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক ৫

জামালপুরের মেলান্দহে গ্রীন বায়োটেকনোলজি নামের একটি কারখানায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন- জান্নাতুল হুমায়রা জেমি (২২), মো. মাসুম (২৫), মোহাম্মদ সানি (২৬), লিখন আহমেদ সাকিব (৩০) এবং মোশারফ মিয়া (২৩)। তাদের বাড়ি মেলান্দহ ও আশপাশের এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে জান্নাতুল হুমায়রা জেমি ও সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এরপর তারা কারখানায় হামলা চালায়। শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করে; এ সময় স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশ গিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম অভিযোগ করেন, পাঁচ লাখ টাকা চাঁদা দাবিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “চিহ্নিত সন্ত্রাসীরা রড, হকিস্টিক, আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কারখানায় হামলা চালায়। প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি, এরপর ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়। কারখানার গেটও তারা ভাঙচুর করে। এর আগেও চাঁদার দাবিতে একই দল হামলা করেছিল। সিসিটিভিতে সব ফুটেজ রয়েছে।”

ওসি শফিকুল ইসলাম জানান, আটক পাঁচজনের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কারখানায় হামলার ঘটনায় তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×