নতুন বাজেট আমলাবান্ধব, জন বান্ধব নয়: সাবেক গভর্নর

  • প্রকাশঃ ০৬:৩২ পিএম, ১৩ জুন ২০২৪

নতুন বাজেট আমলাবান্ধব, জন বান্ধব নয়: সাবেক গভর্নর
ফরিদ শ্রাবণ, ঢাকা:  আসলে নতুন বাজেট সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য উপযোগী নয়। নতুন বাজেট আমলাবান্ধব, জন বান্ধব নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড, সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে ‘অর্থনৈতিক অস্থিরতার সময়ে আগামী অর্থবছরের বাজেট’ শীর্ষক আলোচনায সভায় সাবেক গভর্নর এ কথা বলেন।

ড, সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির সূচকগুলো দীর্ঘ দিন ধরে নড়বড়ে, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ক্ষমতা থাকলেও এতে যথেষ্ট অনীহা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

সাবেক গভর্নর বলেন, আমরা বলি সুখী সমৃদ্ধ বাংলাদেশ অথচ গরীব মানুষ কাচ কলা আর কুমড়া দিয়ে ভাত খায়। ইন্টারনেট স্পিড দুর্বল, মোবাইলের ওপর ট্যাক্স আরোপ বাড়ালো এটা তো স্মার্ট বাংলাদেশ হওয়ার লক্ষন না। ভারত, পাকিস্তান, নেপালের ইন্টারনেট স্পিড আমাদের চেয়েও বেশি।

তিনি বলেন, বাজেটে সরকার ব্যাংক থেকে ১ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা ঋণ নেয়ার পর দেখা যাবে গুলশান, বনানী রেস্টুরেন্টে ভিড় লেগে গেছে। তখন বুঝা যাবে বাজেট কাদের জন্য ভালো হয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সভাপতি ড. ফাহমিদা খাতুন বলেন, যারা ব্যাংকের ঝণ খেলাপী করে তারাই আবার ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে থাকেন। ব্যাংকের পরিচালকরা আছেন আবার অনেকে বাহির থেকে এসে ব্যাংকের উপর নজর দারি করে ব্যাংকের ওপর নীতিমালা চাপিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, দেশে এখন ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি চলমান। আর আগামী বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশদিক ৫ শতাংশ। আগামী এক মাসের মধ্যে এটা অর্জন সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগামী অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ। চলতি বছরের ১১ মাসে প্রবৃদ্ধি ২ শতাংশ। এক মাসের মধ্যে ৮ শতাংশ অর্জন করা সম্ভব না। একইভাবে আগামী অর্থবছরে আমদানির প্রবৃদ্ধি ধরা হয়েছে ১০ শতাংশ; বর্তমানে নেতিবাচক প্রবৃদ্ধি বিরাজমান। এক-দুই মাসের মধ্যে ১০ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছানো সম্ভব নয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক বলেন, এখন ব্যাংক থেকে ঝণ নিয়ে ব্যাংক কিনে ফেলা হচ্ছে।

এনামুল হক বলেন, বৈদেশিক বিনিয়োগের কথা বলা হচ্ছে। কিন্তু বিনিয়োগ আকর্ষণ করার জন্য এখন বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীরা মুনাফা যদি বিদেশে না নিয়ে যেতে পারে তাহলে তারা বিনিয়োগ করবে না।

তিনি বলেন, দেশের শিল্পের দেখাশোনা করার জন্য কোনো মন্ত্রণালয় নেই। একজন শিল্পমন্ত্রী আছেন তিনি সরকারি শিল্পকারখানা দেখেন। বাণিজ্য মন্ত্রণালয় আছে, সেখানকার মন্ত্রী বেসরকারি ব্যবসা-বাণিজ্য দেখেন। দেশের শিল্প দেখবে এমন মন্ত্রণালয় দেশে নেই।

অধ্যাপক এনামুল হক আরও বলেন, যত ধনী লোক আছে সবাই বিদেশে চলে যেতে চায়। শিক্ষার্থীরা দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখে। বাংলাদেশে ব্যবসা করে বিদেশে গিয়ে সেরা ধনী লোক হয়ে বসে আছে। তার মানে হলো, তারাও দেশে থাকতে চাইছে না। এটা রোধ করতে হলে অর্থনীতিকে রিফর্ম করতে হবে। অর্থনীতিকে রিফর্ম না করলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খান বলেন, গরুর দুধ গরুই খায়, সরকার পরিচালনার ব্যয় ৪ লাখ ৩৮ হাজার কোটি টাকা, তার মানে এনবিআর যা ইনকাম করবে সেটা সরকার পরিচালনায় খরচ হবে। আমার আপনার জাতির জন্য এক টাকাও বরাদ্ধ রাখেনি এনবিআর এর ট্যাক্স থেকে।

ইআরএফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার সঞ্চালনায় এক্সিকিউটিভ মেম্বার সাইফুল ইসলাম।
 
 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×