তৈরি পোশাক খাতে ২০-২৫ শতাংশ ক্রয়াদেশ কমার আশঙ্কা


তৈরি পোশাক খাতে ২০-২৫ শতাংশ ক্রয়াদেশ কমার আশঙ্কা

বিদেশি ক্রেতাদের মধ্যে এখনো স্বস্তি না ফেরায় পোশাক শিল্পের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কমার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তবে দ্রুত সময়ের মধ্যে অর্ন্তবতীকালীন সরকার পদেক্ষপ নিলে, এ অবস্থার উন্নতি হবে বলেও আশা তাদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি, বিদেশি ক্রেতাদের দেশের ইতিবাচক পরিস্থিতি জানানোর আহ্বান অর্থনীতিবিদদের।

বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান আছে বাংলাদেশ। রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। 


অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। পণ্য আমদানি-রপ্তানিও স্বাভাবিক হচ্ছে। তবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী ঘটনায় এখনো বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে জানান উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে, আগামী মৌসুমে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। 

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘স্বাভাবিক একটি পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তা বিধান হচ্ছে। তখন কিন্তু বিদেশি বায়াররা পূর্ণমাত্রায় অর্ডারগুলো দেন তা থেকে কম দিবেন এটিই স্বাভাবিক।’

বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ প্রায় ২০ থেকে ২৫ শতাংশ অর্ডার আমরা মনে করছি আমাদের হাত ছাড়া হয়ে গেছে। অর্থাৎ আন্দোলনের আগে যে অর্ডারগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছিল সেগুলো প্লেস হওয়ার কথা ছিল, অর্ডার পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা পায়নি।’ 

ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্প খাতে স্বস্তি আনতে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। ব্যাংকিং খাতের সংকট দূর করার পাশাপাশি আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত করে, এমন রাজস্ব নীতি বাতিল করারও আহ্বান জানান তারা। 

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘প্রধান উপদেষ্টার উচিত হবে বাংলাদেশের সঙ্গে যেসব দেশের ব্যবসায়িক সম্পর্ক প্রবল তারা যেন বাংলাদেশের এ পরিবর্তনটাকে ইতিবাচকভাবে দেখে এবং কোনো ধরনের অনিশ্চয়তা বোধ না করেন সে বিষয়ে উদ্যোগ গ্রহন করা।’  

মোহাম্মদ হাতেম বলেন, ‘গ্যাস এবং বিদ্যুত খাতের সংকট নিরসন করা এবং ব্যাংকিং খাতের যে দূরাবস্থা এবং অচল অবস্থা সেই সংকট নিরসন করা।’ 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গেল অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ৩০৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। যা তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ কম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×