দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য


দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশন আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত সংলাপে তিনি এ মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় বলেন, গত এক বছরে দেশে কোনও কার্যকর মানবাধিকার কমিশন গঠন হয়নি। অতীতে নাগরিকদের চাপের ফলে যে কমিশন গঠন করা হয়েছে, সেটিও শুধু নামমাত্র।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, মানবাধিকার ইস্যুতে এখনও অদৃশ্য চাপ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, মানবাধিকার কমিশনে শ্রমিকদের অধিকার অন্তর্ভুক্ত নয়। এছাড়া পাহাড়ি ও সমতল এলাকা যেন মানবাধিকারের অদৃশ্য দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে।

বক্তারা আরও বলেন, মানবাধিকার কমিশন কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেবে, তা আরও স্পষ্ট হওয়া উচিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×