অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ


অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুইটি ভল্ট খুলে বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। জব্দ করা ওই ভল্ট দুটিতে মোট ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণ করে ভল্ট দুটির তালা ভাঙা হয়। এসময় বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত সামগ্রীর তালিকা—সিজার লিস্ট—প্রস্তুত করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

ভল্ট দুটি এর আগে এনবিআরের গোয়েন্দা ইউনিট সিআইসি জব্দ করেছিল।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাতে গণমাধ্যমকে বলেন, “শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকারে সন্ধান পাওয়া যায়।”

তিনি আরও জানান, স্বর্ণের বাইরে সেখানে আর কী ধরনের সামগ্রী রয়েছে, তা তালিকা প্রস্তুত শেষে জানা যাবে।

অন্যদিকে, একই দিনে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় থাকা আরেকটি ভল্টও খোলা হয়। তবে সিআইসির ওই কর্মকর্তা জানিয়েছেন, সেখান থেকে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি।

একটি অতিরিক্ত সূত্র দাবি করেছে, পূবালী ব্যাংকের ওই ভল্টে শুধুমাত্র একটি পাটের বস্তা পাওয়া গেছে। তবে এ তথ্যের বিষয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×