কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে দোপরে লাগা ভয়াবহ আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে মোট ১৯টি ইউনিট একযোগে কাজ করে আগুন নেভানোর চেষ্টা চালায়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ বস্তির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। রাজধানীর তীব্র যানজটের কারণে শুরুতে মাত্র ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। এরপর আরও ৫টি ইউনিট যোগ দেয়।

পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে লম্বা সময় লাগে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ৩টি ইউনিট পাঠানো হলে মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×