না ফেরার দেশে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান


না ফেরার দেশে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৭ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৬ জুলাই) রাতে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন আহসান। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং শরীরের বাম অংশ অবশ হয়ে যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী জেলার বাসিন্দা আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুর খবরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×