জুলাই আন্দোলনে হামলা
জাবিতে অভিযুক্ত ২২৯ জনের মধ্যে ৪০ জনকে অব্যাহতি
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৭ পিএম, ১৪ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের জুলাই আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে প্রাথমিক তদন্ত শেষে ৪০ জন শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্ত গত ৪ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় অনুমোদিত হয়। অব্যাহতি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০ জন বর্তমান শিক্ষার্থী এবং ২০ জন সাবেক শিক্ষার্থী।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর হলে, ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে (তৎকালীন ১০ নম্বর হল) এবং উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা, পেট্রোলবোমা নিক্ষেপ ও অস্ত্রসহ বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগ এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা ও ছররা গুলিবর্ষণের ঘটনায় গঠিত অধিকতর তদন্ত কমিটির প্রতিবেদন এবং ২ আগস্ট অনুষ্ঠিত ডিসিপ্লিন বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আব্দুল আহাদ (নগর ও অঞ্চল পরিকল্পনা, ৪৭ ব্যাচ), মো. মুহিত হাসান ও রিফাত চৌধুরী (নগর ও অঞ্চল পরিকল্পনা, ৪৫ ব্যাচ), জুবায়ের মাহমুদ (নৃবিজ্ঞান, ৪৬), মেহেদী হাসান (ইতিহাস, ৪৭), রাসেল খন্দকার (প্রত্নতত্ত্ব, ৪১), রাজু শেখ (প্রত্নতত্ত্ব, ৪৬), আবির হাসান (ভূগোল ও পরিবেশ, ৪৩), ইমরান আহমেদ (ভূগোল ও পরিবেশ, ৪৬), ইফতেখার জামান (ভূগোল ও পরিবেশ, ৪৭) সহ অন্যান্যরা।
অব্যাহতি পাওয়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পারভেজ শিকদার (লোক প্রশাসন, ৪৮), জুলহাস রাজিন (নৃবিজ্ঞান, ৪৮), মো. মাইদুল ইসলাম সিফাত (পরিবেশ বিজ্ঞান, ৪৪), খোকন আহমেদ (পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ৪৬), মো. খালিদ সাইফুল্লাহ সিয়াম ও মো. মশিউর রহমান ভূঁঞা তানজিম (মার্কেটিং, ৪৭), সোহানুর রহমান সৌরভ (বাংলা, ৪৭), ইমরান বশর (বাংলা, ৪৮) এবং আরও অনেকে।