শামীমের স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন, যা বললেন অভিনেতা


শামীমের স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন, যা বললেন অভিনেতা

সম্প্রতি সহকর্মীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে সংবাদ সম্মেলনে অভিনেত্রী প্রিয়াঙ্কার আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।‎

‎এদিকে প্রিয়াঙ্কার অভিযোগের পর শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে  সরব হন বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা এবং অভিনেত্রী নুফা তানহা। ফলে সামাজিক মাধ্যমে শামীমকে নিয়ে  চলতে থাকে চর্চা। 

‎এরইমধ্যে গুঞ্জন ওঠে, স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগের ওঠায় অভিমানে তার বাসা ছেড়ে চলে গেছেন শামীমের সদ্য বিবাহিত স্ত্রী আফসানা আক্তার। এবার বিষয়টি নিয়ে সরব হলেন শামীম। 

স্স্ত্রী নিজের সঙ্গে  আছেন বলে জানিয়েছেন অভিনেতা। আজ বৃহস্পতিবার   নিজের ফেসবুকে  দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী আমার সাথেই আছে।’

এরপর ‎সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে অভিনেতা আরও লিখেছেন, ‘অতিরিক্ত ভিউস এর জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।’ 

‎বলে রাখা ভালো, শামীম হাসান সরকার এপ্রিলের ৪ তারিখ আফসানা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×