বিটিভির ঈদ আড্ডায় আসছেন শাকিব খান


বিটিভির ঈদ আড্ডায় আসছেন শাকিব খান

দেশের জাতীয় টেলিভিশন বিটিভির ঈদ অনুষ্ঠানে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আসন্ন কোরবানির ঈদের বিশেষ আড্ডায় নানা প্রসঙ্গে আলাপচারিতায় দেখা যাবে অভিনেতাকে।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিটিভিতে প্রচারিত হতে যাওয়া বিশেষ অনুষ্ঠানটির শিরোনাম ‘ঈদ আড্ডায় শাকিব খান’। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

ঈদের অনুষ্ঠানে শাকিব খানকে দেখা যাবে সাদা কালো রংয়ের পোশাকে। ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে আলোচনায় ভক্তদের নানা তথ্য জানাবেন এ চিত্রনায়ক।

পাশাপাশি কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে নাবিলার সঙ্গে আড্ডায় মাতবেন শাকিব। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়।
 
প্রসঙ্গত, এবারের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমায় দীর্ঘ ৯ বছর পর শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×