মুক্তি পেল মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’


মুক্তি পেল মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’

ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেল মোশাররফ করিম অভিনীত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া।’ অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এই সিরিজটির ট্রাকচালক আব্বাস চরিত্রে আছেন মোশাররফ করিম; যার স্ত্রী সংখ্যা আটজন। হাস্যরসাত্মক ঘরানার ৭ পর্বের এই সিরিজটি মুক্তির মাধ্যমে যেন আগেভাগেই ছড়িয়ে গেল ঈদের আনন্দ।

সিরিজটির গল্পপটে, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা।

এ নিয়ে নির্মাতা অমিতাভ রেজা বলেছেনন, ‘বোহেমিয়ান ঘোড়া শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি।’

আব্বাস চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×