৬ বছরের সংসার ভাঙল গায়িকা কণার


৬ বছরের সংসার ভাঙল গায়িকা কণার

২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন। ছয় বছরের পথচলার পর এবার সেই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন কনা।

আজ (২৫ জুন) রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় বিচ্ছেদের খবর জানান তিনি। 

এই গায়িকা লিখেছেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়।” 

তারপরেই ভারাক্রান্ত হৃদয়ে জানান, গত ১৬ জুন ২০২৫ তারিখে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। 

কণার ভাষায়, “এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে, বোঝাপড়ার মাধ্যমেই এই পথ বেছে নিয়েছি। আমরা একে অপরের সম্মান অক্ষুণ্ণ রেখে, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই।”

দীর্ঘ সাত বছরের প্রেম করে বিয়ে করেছিলেন গহীন ও কণার। মাঝেমধ্যে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনাকল্পনা চললেও দুজনের কেউই মুখ ফুটে কিছু বলেননি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×