ধর্ষকের ফাঁসির দাবি করছি: মিশা সওদাগর


ধর্ষকের ফাঁসির দাবি করছি: মিশা সওদাগর

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীর ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এই ঘটনায় সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা। এবার ধর্ষণের বিষয়ে কথা বললেন ঢালিউড চলচ্চিত্রের খল অভিনেত্রা মিশা সওদাগর। সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি ধর্ষকের ফাঁসির দাবি করেছেন।   

আজ রোববার (২৯ জুন) নিজের ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লিখেছেন, ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি‌। ধর্ষকের ফাঁসির দাবি করছি।’

এদিকে মিশা সওদাগরের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘অবশ্যই আপনার কথার সাথে একমত।’ অন্য একজন লিখেছেন, ‘ আপনি ঠিক বলেছেন।’ এছাড়া বাকিরাও সহমত জানিয়েছেন। 

এদিকে জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস এক পোস্ট লিখেছেন, ‘বন্ধ হোক দেশের সকল নারী নির্যাতন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×