ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’


৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’

বলিউডে নির্মিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো তারকাদের নিয়ে তৈরি হচ্ছে এই মহাকাব্য নির্ভর চলচ্চিত্র, যার বাজেট ছাড়িয়ে যাচ্ছে ৪০০০ কোটি রুপি যা প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

প্রথমে সিনেমাটির বাজেট ১৬০০ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হলেও প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, দুই পর্ব মিলিয়ে এটি ৪০০০ কোটি রুপিরও বেশি ব্যয়ে তৈরি হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এত বড় বাজেটের সিনেমা ভারত আগে কখনো দেখেনি।

প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালে। সিনেমাটি নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও স্পেশাল ইফেক্টের সমন্বয়ে, যাতে করে দর্শকরা পান হলিউডের মতো অভিজ্ঞতা।

প্রযুক্তিগত দিক থেকে সিনেমাটিতে প্রথমবারের মতো এআই-ভিত্তিক ডাবিং প্রযুক্তি ব্যবহারের কথা জানানো হয়েছে, যার ফলে দর্শকরা নিজেদের পছন্দের ভাষায় সিনেমাটি সাবলীলভাবে উপভোগ করতে পারবেন। আইএমএক্স ভার্সনের জন্য আলাদাভাবে তৈরি হচ্ছে এই প্রকল্প।

প্রযোজক নামিত মালহোত্রার নেতৃত্বে প্রাইম ফোকাস পুরো টেকনিক্যাল দিকগুলো তদারকি করছে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে রণবীর কাপুরের ‘রাম’ এবং যশের ‘রাবণ’ রূপে একটি এনিমেটেড মোশন পোস্টার। এতে হ্যান্স জিমার ও এ আর রহমানের সঙ্গীত ব্যবহৃত হয়েছে, যা সিনেমাটি ঘিরে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

রণবীর কাপুর এখানে অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে, সাই পল্লবী সীতার ভূমিকায় এবং যশ রাবণ হিসেবে পর্দায় আসছেন। সিনেমায় আরও আছেন সানি দেওল, বিক্রান্ত ম্যাসি, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়, ইন্দিরা কৃষ্ণন ও অরুণ গোবিল।

বলি ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে আলোচিত প্রজেক্ট এই ‘রামায়ণ’। বিশাল বাজেট, উচ্চমানের প্রযুক্তি এবং বিশিষ্ট তারকাবহুল কাস্টিং সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় চলচ্চিত্রে নতুন একটি মাইলফলক স্থাপন করতে যাচ্ছে নিতেশ তিওয়ারির এই সিনেমা।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×