‘ডন থ্রি’তে রণবীরের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে


‘ডন থ্রি’তে রণবীরের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে

বলিউডের বহুল আলোচিত 'ডন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে কৃতি শ্যাননের যুক্ত হওয়া নিয়ে গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল নির্মাতাদের সাম্প্রতিক ঘোষণা। 'ডন ৩' সিনেমায় জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর নতুন সংস্করণ থাকছে, যাতে কৃতির উপস্থিতি নিশ্চিত হয়েছে।

গানটির পূর্ববর্তী সংস্করণে ছিলেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ও ইশা কোপ্পিকার। এবার নতুন করে রেকর্ড হওয়া এই গানে কৃতি শ্যানন পারফর্ম করবেন বলে জানা গেছে। যদিও এই পারফরম্যান্স একটি গানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি কৃতি কোনো চরিত্রে অভিনয় করবেন—এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি নির্মাতা পক্ষ।

ফারহান আখতারের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'ডন ৩'-এ মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর সিং। তবে কৃতি শ্যাননের সিনেমাটিতে যোগ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

সিনেমা নির্মাণ শুরুর আগেই একাধিকবার কৃতিকে ফারহান আখতারের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসে দেখা যাওয়ায় তাঁর অভিনয় নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার তাঁর ‘আজ কি রাত’ গানে পারফর্ম করার খবর সামনে আসায় আলোচনায় নতুন করে আগুন লেগেছে।

তবে নির্মাতা দল জানিয়েছে, গানটির নতুন সংস্করণে রণবীর ও কৃতির সঙ্গে অন্য আরেকজন অভিনেত্রীও থাকতে পারেন। সে অনুসন্ধান এখনও চলছে।

পরিচালক ফারহান আখতার কিংবা এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ফলে রণবীর সিং ছাড়া বাকি অভিনেতা-অভিনেত্রীদের চূড়ান্ত তালিকা জানার জন্য দর্শকদের অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×