কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৮ পিএম, ৩০ জুলাই ২০২৫
সেলিব্রেটি দুনিয়া ও রাজনীতির অঙ্গনে নতুন এক জুটিকে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পপ সেনসেশন কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্তোরাঁয় একান্ত ডিনার ডেটেই যেন জন্ম নিয়েছে নতুন প্রেমের গুঞ্জন।
পিপল ম্যাগাজিন জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মন্ট্রিয়ালের একটি রেস্টুরেন্টে একসঙ্গে খাবার উপভোগ করেন কেটি ও ট্রুডো। মেন্যুতে ছিল একাধিক পদ, যার মধ্যে লবস্টার ছিল বিশেষ আকর্ষণ। ককটেল পান করতেও দেখা যায় দুজনকে। খাবারের শেষে রান্নাঘরের কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক আলাপ করে ধন্যবাদ জানান তারা।
রেস্তোরাঁর পক্ষ থেকে এক প্রতিনিধি বলেন, “কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। আমাদের জন্য তাদের আতিথেয়তা ছিল আনন্দের।”
দিনভর তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে আরও তথ্য দিয়েছে টিএমজেড। সূত্রটি জানিয়েছে, ডিনারের আগে দিন শুরু করেছিলেন মন্ট রয়্যাল পার্কে হাঁটাহাঁটিতে। ট্রুডো পরেছিলেন সাধারণ জিন্স ও টি-শার্ট, পাশে হাঁটছিলেন কেটি, সঙ্গে ছিল তার পোষা কুকুরটিও।
সন্ধ্যার আরেক পর্বে তাদের আবার দেখা গেছে মন্ট্রিয়ালের ‘টাভের্ন আটলান্টিক’-এ, যেখানে তারা পানীয় উপভোগ করেছেন।
গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে কেটি ও ট্রুডোর ব্যক্তিগত জীবনে সাম্প্রতিক পরিবর্তন। কেটি পেরি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের জুনে তিনি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও বাগদান ভেঙে দিচ্ছেন। তাদের চার বছর বয়সী কন্যা ডেইজি ডাভ ব্লুমের যৌথ অভিভাবকত্ব বজায় রাখবেন বলে জানা গেছে।
অন্যদিকে, ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের বিবাহিত সম্পর্কের ইতি টানেন জাস্টিন ট্রুডো। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এল্লা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়ান (১১)।
সব মিলিয়ে ভক্তদের জল্পনা তুঙ্গে—এই বন্ধুত্ব কি শুধুই বন্ধুত্ব, নাকি ধীরে ধীরে পরিণত হচ্ছে নতুন কোনো সম্পর্কে? যদিও এখনও তাদের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলেননি, তবে এই অপ্রত্যাশিত ‘ডিনার ডেট’ যে বিশ্বমিডিয়ার নজর কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।