সিনেমা ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি: ডলি জহুর


সিনেমা ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ৩৪ লাখ  টাকা রেখে এসেছি: ডলি জহুর

চলচ্চিত্র অঙ্গনে কয়েক দশক ধরে অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর সম্প্রতি প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের একটি আক্ষেপ। অনেক ছবিতে অভিনয় করলেও পুরো পারিশ্রমিক পাননি তিনি—এমনকি আজও তার পাওনা থেকে গেছে ৩৪ লাখ টাকা।

এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ডলি জহুর জানান, চলচ্চিত্রে মা-খালা ধরনের চরিত্রে অভিনয় করলেও সেই অনুযায়ী কখনো প্রাপ্য সম্মান পাননি।

তিনি বলেন, ‘আমার সারাজীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি?’ টাকার জন্য নাকি কাজ করি না, অথচ আমি যে কষ্ট করেছি সিনেমাতে। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলে আসি ২০১১ সালে, এরপর আর কাজ করিনি। তখনও আমি ৩৪ লাখ পারিশ্রমিকের টাকা রেখে এসেছি।’

সেই সময়টায় বহু ছবিতে অভিনয় করলেও ডলি জহুর জানান, একাধিক প্রযোজকের কাছ থেকে তার প্রাপ্য টাকা আদায় করতে পারেননি। অনেকবার অনুরোধ-আবেদনের পরও কোনো সমাধান হয়নি; বরং তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।

তার ভাষায়, ‘সেই সময় আমি অনেক সিনেমা করি, অনেকের কাছে টাকা পাইতাম। এমনও হয়েছে সিনেমা মুক্তি পেয়েছে তারপরও পুরো টাকাই পেতাম। ওই সময় আমি কেঁদে কেঁদে বলছি- ‘কিছু টাকা আমার তুলে দেন আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। কষ্টের বিষয় হল- আমার পাওনা টাকা তোলার জন্য, যাকে দ্বায়িত্ব দিলাম তার কাছেও টাকা পাইতাম। এরপর তো আর ওই লোক যোগাযোগ করেই নাই নিজেও কোন টাকা দেয় নাই। এমন সময়ে এক পাইও ইন্ডাস্ট্রি থেকে পাইনি।’

পাওনা অর্থ পাওয়া নিয়ে আর কোনো প্রত্যাশা নেই বলেই জানান এই গুণী শিল্পী। তবে কারও নাম উল্লেখ করে কাউকে দোষারোপ করেননি তিনি, কারণ ব্যক্তি অপমান করা তার অভিপ্রায় নয়।

সম্প্রতি জীবনের ৭০ বছরে পা রাখা এই অভিনেত্রী বলেন, অভিনয়ই ছিল তার ধ্যান-জ্ঞান। অর্থ নয়, বরাবরই চরিত্র ও কাজের প্রতি দায়বদ্ধতা ছিল তার কাছে মুখ্য।

তিনি বলেন, ‘সারাটা জীবন অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে তাতে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করে যেতে পারি। এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি শুধু অভিনয় করেই। অভিনয় ছাড়াতো জীবনে আর কিছু পারি না, তাই এখনো অভিনয় করতেই ভালো লাগে।’

উল্লেখ্য, ২০২১ সালে ডলি জহুর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন। এর আগেও ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় স্বীকৃতি পেয়েছেন তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×