নতুন সিনেমায় চিত্রনায়ক নিরব
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩৫ পিএম, ১০ আগস্ট ২০২৫
বাংলা সিনেমার পরিচিত মুখ নিরব হোসেন এবার হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী চরিত্রে। ‘দেশ’ নামের একটি নতুন অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা যাবে তাকে, যেখানে তিনি রূপদান করবেন একজন সাহসী পুলিশ কর্মকর্তার চরিত্রে।
সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এর কাহিনিতে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারি চক্রকে ঘিরে এক টান টান উত্তেজনাকর অভিযান। পরিচালক জানিয়েছেন, এই গল্পে দেশপ্রেম ও ব্যক্তিগত দায়িত্ববোধ একে অপরের সঙ্গে মিশে তৈরি করেছে একটি শক্তিশালী প্লট।
চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নিরব। তিনি বলেন, "সিনেমার গল্পটি দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমার চরিত্রের নামও দেশ। তাই এই সিনেমা নিয়ে নিজের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। সিনেমাটির জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাকে। আশা করছি, আমার চরিত্রটি এবং সিনেমার গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারলে দর্শকের ভালো লাগবে।"
চলচ্চিত্রটির শুটিং শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর—বিজয় দিবসেই। পরিচালক জানিয়েছেন, সিনেমাটির মূল অভিনেত্রী ও অন্যান্য শিল্পীদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
‘দেশ’ মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৫ আগস্ট। তবে যদি সব প্রস্তুতি সময়মতো শেষ হয়, তবে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেতে পারে সিনেমাটি।
পরিচালক ফুয়াদ বলেন, "বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। কিন্তু অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশকে। সেই চক্রকে ধ্বংস করার জন্য মিশনে নামেন পুলিশ কর্মকর্তা দেশ। এখানে দেশপ্রেমের সঙ্গে দেশ পুলিশ কর্মকর্তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও উঠে আসবে।"