জয়া বচ্চনের অস্বস্তি: অনুমতি ছাড়া সেলফি চেয়ে ধাক্কা, ভাইরাল ভিডিও


জয়া বচ্চনের অস্বস্তি: অনুমতি ছাড়া সেলফি চেয়ে ধাক্কা, ভাইরাল ভিডিও

বলিউডের প্রথিতযশা অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের রাগ প্রকাশ নতুন নয়। ক্যামেরার সামনে কটু ভাষা ব্যবহার, অপ্রত্যাশিত ছবি তোলার চেষ্টা, এমনকি সহকর্মীদের সঙ্গেও তার তীব্র প্রতিক্রিয়ার খবর আগেও সংবাদ শিরোনামে এসেছে। এবারও এক নতুন ঘটনার কারণে তিনি আবারো সবার নজরে এসেছেন।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক রাজনৈতিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন। সেখানে এক ভক্ত অনুমতি না নিয়ে তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে নিজেকে সরিয়ে নেন এবং সেই ব্যক্তিকে ধাক্কা দেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘জয়ার ছবি তোলার প্রয়োজন কী ছিল?’ আবার অনেকে বলেন, ‘একজন জনপ্রিয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।’ তবে কিছু নেটিজেনের মত, ‘ভক্তদেরও অবশ্যই সীমা জানা উচিত।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×