কেন মুম্বাই থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন রুক্মিণী


কেন মুম্বাই থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন রুক্মিণী

মন খারাপ টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। একের পর এক দুঃখজনক ঘটনা ঘিরে রেখেছে তার পরিবারকে। সম্প্রতি আচমকাই দাদুর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী। মাত্র মাসখানেক আগে মা হারিয়েছেন রুক্মিণী, আর এবার দাদুর মৃত্যু।

গত বছর জন্মদিনে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছিল রুক্মিণীর দাদু ও দিদার বিশেষ নাচ। সেই মুহূর্তগুলো তিনি এবং তার পরিবার উপভোগ করেছিলেন। কিন্তু দাদুর হঠাৎ চলে যাওয়ায় সেই আনন্দ এখন কাঁদার মিশ্রিত স্মৃতিতে পরিণত হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছিলেন রুক্মিণী। দাদুর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন তিনি। যদিও দাদু গুরুতর অসুস্থ ছিলেন না, তবে বয়সজনিত কারণে তিনি মারা যান। একের পর এক ক্ষতির ঘটনায় মন খারাপ রুক্মিণীর, তাই মা ও দিদার পাশে থাকতে কলকাতায় ফিরেছেন।

জানা গেছে, বর্তমানে তিনি মুম্বাইয়েই অবস্থান করছেন এবং হিন্দি সিনেমার ওয়ার্কশপে অংশ নিচ্ছেন। তবে নায়িকার তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমার পর বড়পর্দায় দেখা যায়নি রুক্মিণীকে। তবে ইতিমধ্যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এখন দর্শকরা তার নতুন কাজের অপেক্ষায় আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×