দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:২০ পিএম, ১৬ আগস্ট ২০২৫
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিগুলোতে তিনি চোখে চশমা পরা এবং হাতে কলম নিয়ে বসে আছেন। পোস্টের পরেই শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা। কেউ কেউ তাকে মার্কিন পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন।

সম্প্রতি প্রথম আলোকে সাক্ষাৎকারে মাহি এ বিষয়ে বলেছেন, দেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিং গ্লাস পরা এ ধরনের ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে।” তিনি আরও বলেন, “আমি জানি না, এই ধারণা কোথা থেকে এসেছে। চশমা পরলেই আমাকে অন্য কারো মতো ভাবা হবে, এমন কোনো যুক্তি নেই। একজন আর্টিস্ট বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে। কিন্তু যে ধরনের অসভ্য বা স্টুপিড মন্তব্য হয়, সেটা মানা যায় না।

মাহি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধুমাত্র একটি রিডিং গ্লাসকে কেন্দ্র করে নেগেটিভ মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।
অভিনেত্রী আরও জানান, তারকাদের ব্যক্তিগত জীবন থেকে কাজ সবকিছুই আলোচনার বিষয় হয়। মাহি বলেন, “অনেক সময় আমি অবচেতন মনে এসব উড়িয়ে দিই। কিন্তু কিছু না কিছু প্রভাব থেকেই যায়। এই ধরনের নোংরা কথা বলা মানুষদের প্রতিরোধে আমরা কী করতে পারি? একবার একটি পুরস্কার অনুষ্ঠানে ডিফারেন্ট চুলের স্টাইল নিয়েও বিতর্ক হয়েছিল। তাই যতটা সম্ভব এ ধরনের বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি।
জানা গেছে, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো তার নতুন নাটক ‘সুইট কলিগ’-এর। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ এবং কয়েকদিন আগে মাহি এর শুটিং শেষ করেছেন।