দেব-শুভশ্রীর সম্পর্ক যে কারণে ভেঙে যায় বিয়ে পর্যন্ত এগিয়েও
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০১:০৩ এম, ১৮ আগস্ট ২০২৫
দেব ও শুভশ্রী গাঙ্গুলী টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। যদিও তারা কখনোই প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি, তবুও তাদের প্রেম ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল।
দুজনের প্রেমের শুরু ২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ ছবির সময়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করে সাফল্য পান। তাদের অনস্ক্রিন রসায়নের মতোই অফস্ক্রিনেও সম্পর্ক গাঢ় হতে থাকে এবং বিয়ের দিকেও এগোয়। দুই পরিবার বিষয়টি জানতেন বলেও জানা যায়।
‘চ্যালেঞ্জ’ মুক্তির পরই তাদের প্রেম শুরু হয় এবং সম্পর্ক চলাকালে তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে প্রকাশ্যে পরিচয় দিতেন। কিন্তু ব্রেকআপের পর সম্পর্কের বিষয়টি সকলের সামনে আসে।
তাদের বিচ্ছেদের পেছনে রুক্মিণী মৈত্রের উপস্থিতির কথা শোনা যায়। তখন রুক্মিণী ছিলেন একজন মডেল এবং ধীরে ধীরে দেবের সঙ্গে তার বন্ধুত্ব বাড়ে, যা শুভশ্রীর নজরে আসে। এর পর থেকেই নাকি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।
এক সূত্র জানিয়েছে, শুভশ্রী এই সম্পর্ককে বিয়েতে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু দেব সেই সময় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন। এই বিষয়ে মতবিরোধ থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে।
বিচ্ছেদের পর রুক্মিণী দেবের জীবনে স্থায়ী জায়গা করে নিলেও শুভশ্রী অভিনয় থেকে সাময়িক বিরতি নেন। ‘পরাণ যায় জ্বলিয়া রে’র পর তিনি কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন এবং পরে কামব্যাক করেন।
বর্তমানে শুভশ্রী রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত এবং তাদের সন্তান ইউভান ও ইয়ালিনির মা তিনি। তিনি অতীত নিয়ে আর কোনো আক্ষেপ অনুভব করেন না।
অন্যদিকে, দেব এখন রুক্মিণীর সঙ্গে প্রেম করছেন, যদিও তাদের বিয়ের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী একসঙ্গে ‘ধূমকেতু’ ছবিতে কাজ করেছেন, যা বক্স অফিসে সাড়া ফেলেছে। এত বছর পর তাদের একসঙ্গে দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে— ঠিক কী কারণে ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক, যার প্রকৃত কারণ কেবল দেব ও শুভশ্রীই জানেন।